শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুক্র-শনি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ১৮ ০৬ ০২  

শুক্র-শনি-শিক্ষাপ্রতিষ্ঠান-বন্ধ-প্রজ্ঞাপন-জারি

শুক্র-শনি-শিক্ষাপ্রতিষ্ঠান-বন্ধ-প্রজ্ঞাপন-জারি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শুক্র ও শনিবার বন্ধ রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন এবং সংস্থাপন শাখার সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শুক্র ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে সিদ্ধান্ত হয়- সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আর শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুইদিন বন্ধ রাখা হবে। এছাড়া সরকারি অফিস-আদালতে পর্দা ব্যবহার করা যাবে না। আগামী ১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সেচ কাজে সুবিধার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর