সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লোডশেডিংয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ২২ ১০ ০১  

লোডশেডিংয়ে-দেশবাসীকে-ধৈর্য-ধরার-আহ্বান-জ্বালানি-প্রতিমন্ত্রীর

লোডশেডিংয়ে-দেশবাসীকে-ধৈর্য-ধরার-আহ্বান-জ্বালানি-প্রতিমন্ত্রীর

চলমান লোডশেডিং পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, গ্যাস আমদানি করা সম্ভব না হওয়ায়, এ লোডশেডিং পরিস্থিতি উন্নতি এখনই সম্ভব নয়।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে বিকল্প ভিত্তিতে কিছু বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করতে হচ্ছে। আমরা কিছু বিদ্যুৎ উৎপাদন ইউনিট দিনের বেলায় বন্ধ রাখি এবং অনেকগুলো রাতে বন্ধ রাখি। যে কারণে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। নভেম্বর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।

মধ্যরাতে লোডশেডিং বন্ধ রাখা যায় কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমাদের এখন টার্গেট হলো ইন্ডাস্ট্রিতে গ্যাস দেওয়া। এজন্য আমরা একটু ডাইভার্ট করেছি। রফতানিমুখী শিল্পে গ্যাসের চাহিদা বেড়ে গেছে। এ জায়গাটা দেখছি, সার কারখানায় দিতে হচ্ছে। তেলের পাওয়ার প্ল্যান্ট ২৪ ঘণ্টা চালাতে পারি না। ৮ ঘণ্টার বেশি চালাতে পারি না। এ বিষয়গুলো কিন্তু সব একসঙ্গে যোগ হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর