শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনে ত্রাণ প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ২১ ০৯ ০১  

রোহিঙ্গাদের-দ্রুত-প্রত্যাবর্তনে-ত্রাণ-প্রতিমন্ত্রীর-গুরুত্বারোপ

রোহিঙ্গাদের-দ্রুত-প্রত্যাবর্তনে-ত্রাণ-প্রতিমন্ত্রীর-গুরুত্বারোপ

মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, রোহিঙ্গা নাগরিকদের যত দ্রুত নিজ দেশে প্রত্যাবর্তন করানো যায় ততই সবার জন্য মঙ্গল।

মঙ্গলবার সচিবালয়ে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জান এজল্যান্ড সাক্ষাৎ করতে এলে এ সব কথা বলেন তিনি।

সাক্ষাতে রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবর্তন, বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে প্রকল্প গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও সেনিটেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে বিশ্ব জনমত গঠনে এগিয়ে আসতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দিয়ে মানবিক বিপর্যয় থেকে তাদের রক্ষা করেছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর