সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রোমের সেন্ট্রাল লাইব্রেরিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বই উপহার

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০১  

রোমের-সেন্ট্রাল-লাইব্রেরিতে-বাংলাদেশের-স্বাধীনতা-যুদ্ধের-বই-উপহার

রোমের-সেন্ট্রাল-লাইব্রেরিতে-বাংলাদেশের-স্বাধীনতা-যুদ্ধের-বই-উপহার

রোমের সেন্ট্রাল লাইব্রেরির জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতি সংশ্লিষ্ট বই উপহার দিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। 

শুক্রবার (৭ অক্টোবর) রোমের স্থানীয় সময় সেন্ট্রাল লাইব্রেরি পরিদর্শন করে গ্রন্থাগারের পরিচালক ড. স্টেফানো ক্যাম্পাগনোলোকের সঙ্গে সাক্ষাৎ করে এ বই উপহার দেন তিনি।

রাষ্ট্রদূত গ্রন্থাগারের পরিচালকের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন, মহাকাব্যিক সংগ্রাম ও আদর্শ তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ইতালীয় সংস্করণ ‘অসমাপ্ত স্মৃতি’-এর অনুলিপিও হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন যাত্রার কথা তুলে ধরেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল হয়ে ওঠার প্রশংসা করেন গ্রন্থাগারের কর্মকর্তারা।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ ও ইতালি বর্তমানে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে এবং এখন সময় এসেছে দু’দেশের জনগণের যোগাযোগ বাড়ানোর।

গ্রন্থাগারের জন্য বই উপহার পেয়ে পরিচালক দূতাবাসকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত দূতাবাসের পক্ষ থেকে উপহার হিসেবে আগামী দিনে বাংলাদেশের ওপর আরো বই সরবরাহ করার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) আয়শা আক্তার ও দ্বিতীয় সচিব মো. আশফাকুর রহমান।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর