শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রিমান্ডে জেএমবি সদস্য সকাল

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ১৮ ০৬ ০১  

রিমান্ডে-জেএমবি-সদস্য-সকাল

রিমান্ডে-জেএমবি-সদস্য-সকাল

রাজধানীর শ্যামলী এলাকা থেকে জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য হাফিজুর রহমান ওরফে সকালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। 

আদালত সূত্রে জানা যায়, সোমবার আসামি সকালকে আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর আদাবর থানার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

তাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

এর আগে, রোববার আদাবর থানার শ্যামলী লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। এ সময় তার কাছে থেকে একটি চাপাতি এবং তিনটি  জামাআ’তুল মুজাহিদীনের মূলনীতি ও আচরণবিধি শীর্ষক বই  উদ্ধার করা হয়। 

আরো পড়ুন> দেশের ৬১ জেলা পরিষদের ভোট ১৭ অক্টোবর

জানা যায়, গ্রেফতারকৃত হাফিজুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর একজন সক্রিয় সদস্য। সংগঠনের জন্য অর্থ সংগ্রহ ও সংগঠনের আদর্শ বাস্তবায়নে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার উদ্দেশ্যে এবং “জামাআ’তুল মুজাহিদীন, মুলনীতি ও আচারণবিধি” শীর্ষক পুস্তিকাটি তাদের নতুন সদস্যদের মাঝে বিতরণ করার জন্য ঐ স্থানে সে মিলিত হয়। আসামি সকাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধণাঢ্য ব্যবসায়ী ও ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির মাধ্যমে অর্থ সংগ্রহ করে তা জেএমবির কারাগারে আটক বন্দীদের মুক্তির জন্য এবং সংগঠনের কার্যক্রমকে বেগবান করার জন্য ব্যয় করে। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর