শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ০৪ ০৪ ০১  

রাশিয়ায়-ভয়াবহ-সড়ক-দুর্ঘটনায়-নিহত-১৬

রাশিয়ায়-ভয়াবহ-সড়ক-দুর্ঘটনায়-নিহত-১৬

রাশিয়ার উলিয়ানভস্ক অঞ্চলে পণ্যবাহী লরি ও যাত্রীবাহী মিনিবাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

রোববার (২১ আগস্ট) অঞ্চলটির একটি সড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসকে দ্রুত গতিতে আসা একটি লরি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে।

উলিয়ানভস্ক অঞ্চলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‌‘প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারী পণ্যবাহী একটি গাড়ির চালক সঠিক সময়ে গতি কমাতে না পারায় সেটি রাস্তায় দাঁড়িয়ে থাকা মিনিবাসে ধাক্কা দিয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, সড়কে সংস্কার কাজ চলায় মিনিবাসটি দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনার সময় মিনিবাসটি দুটি লরির মাঝে আটকা পড়ে।

আরো পড়ুন>> যেভাবে চুরি হয়েছিল বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের মস্তিষ্ক!

পুলিশের প্রচার করা দুর্ঘটনার এক ভিডিও ফুটেজে দেখা যায়, দুটি লরির মাঝে আটকা মিনিবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। পরে জরুরি পরিষেবা সংশ্লিষ্ট কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে বাসটি ওই অবস্থায় দেখতে পান।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, এ দুর্ঘটনায় অপরাধের তদন্ত শুরু করেছে রাশিয়ার জাতীয় তদন্ত কমিটি। নিহতদের মধ্যে লরির চালকও আছেন বলে আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে জানিয়েছে তাস।

সূত্র: রয়টার্স

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর