রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিয়ার সমর্থনকারীর ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০২  

রাশিয়ার-সমর্থনকারীর-ওপর-নিষেধাজ্ঞার-হুমকি-যুক্তরাষ্ট্রের

রাশিয়ার-সমর্থনকারীর-ওপর-নিষেধাজ্ঞার-হুমকি-যুক্তরাষ্ট্রের

রাশিয়ার কামানের যোগানদাতা ও তাদের সামরিক শিল্পের কর্মকাণ্ডের সমর্থনকারীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ থেকে এ হুঁশিয়ারি করা হয়েছে। 

রাজস্ব বিভাগের সচিব ওয়ালে আদেয়েমো বলেন, আমাদের বিভাগ ওয়াশিংটন থেকে প্রাপ্ত নিষেধাজ্ঞার ব্যাপারে একটি পরিষ্কার নির্দেশনা দেবে।

তিনি বলেন, আজ সকালে পররাষ্ট্র সম্পদ নিয়ন্ত্রণ অফিসের রাজস্ব অফিস একটি পরিষ্কার নির্দেশনা দিয়েছে। এতে  রাশিয়াকে যেসব মানুষ, কোম্পানি ও দেশ কামান দেবে এবং তাদের সামরিক শিল্পকে সমর্থন করবে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।

পররাষ্ট্র সম্পদ নিয়ন্ত্রণ অফিসের রাজস্ব অফিস, শিল্প ও নিরাপত্তা বাণিজ্য ব্যুরোর বিভাগ রাশিয়ার সামরিক শিল্প কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের পদক্ষেপের একটি সতর্কতামূলত বার্তা ইস্যু করবে। এতে যারা রাশিয়াকে ইউক্রেনে হামলার জন্য সরঞ্জাম দেবে তারা ঝুঁকিতে পড়বেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর