শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিয়ার সঙ্গে যুদ্ধে কতজন সেনা নিহত হয়েছে জানাল ইউক্রেন

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ০১ ০১ ০১  

রাশিয়ার-সঙ্গে-যুদ্ধে-কতজন-সেনা-নিহত-হয়েছে-জানাল-ইউক্রেন

রাশিয়ার-সঙ্গে-যুদ্ধে-কতজন-সেনা-নিহত-হয়েছে-জানাল-ইউক্রেন

রুশ সামরিক অভিযানের শুরু থেকে এ পর্যন্ত সংঘর্ষে ইউক্রেনের প্রায় ৯ হাজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার ভ্যালেরি জালুঝনি।

সোমবার (২২ আগস্ট) একটি ফোরামের বক্তব্যে ভ্যালেরি বলেছেন, শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। কারণ, তাদের বাবারা সম্মুখসারিতে যুদ্ধ করতে গেছে এবং মারা যাওয়া প্রায় ৯ হাজার বীরের মধ্যে তারাও থেকে থাকতে পারে।

যুদ্ধের প্রায় ছয়মাসে ইউক্রেনের কর্মকর্তাদের সামরিক ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ প্রকাশের এমন ঘটনা খুবই বিরল।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত এপ্রিলে সেনা নিহতের হিসাব দিয়ে বলেছিলেন, যুদ্ধে ৩ হাজারের মতো সেনা নিহত এবং ১০ হাজার সেনা আহত হয়েছে।

আরো পড়ুন>> বিদ্যুৎ সংকটে অন্ধকারে ডুবছে আলো ঝলমলে শহর

রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে।

প্রথম দিকে রুশ বাহিনী রাজধানী কিইভ দখল করতে গিয়ে ইউক্রেনের প্রবল প্রতিরোধের মুখে ব্যর্থ হয়। পরে তারা ইউক্রেনের পূর্বের অঞ্চলগুলো দখলে মনোনিবেশ করেছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর