শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিয়ার নৌবহরে ড্রোন হামলা

প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ২৩ ১১ ০২  

রাশিয়ার-নৌবহরে-ড্রোন-হামলা

রাশিয়ার-নৌবহরে-ড্রোন-হামলা

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় রুশ বাহিনীকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সেখানে রাশিয়ার নিয়োগ দেওয়া গভর্নর মিখাইল রাজভোজহাইভ।

রোববার (২১ আগস্ট) এক বিবৃতিতে তিনি জানান, ক্রিমিয়ার সেভাসতোপোল নগরীতে রাশিয়ার ‘ব্ল্যাক সি ফ্লিট’ লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

২০১৪ সালের যুদ্ধে ইউক্রেইনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। এ মাসে সেখানে রুশ বাহিনী ও তাদের বিভিন্ন স্থাপনার উপর পরপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে গত বৃহস্পতিবার সেভাসতোপোলের কাছে একটি বিমানঘাঁটিতে এবং পরদিন শুক্রবার একটি পোতাশ্রয়ে ড্রোন হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, শনিবার ভোরে অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় সেভাসতোপোলে যেখানে রাশিয়ার ব্ল্যাক সি নৌবহরের ঘাঁটি সেই এলাকা থেকে ধোঁয়া উড়ছে। তবে ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যাযনি।

আরো পড়ুন>> উচ্চস্বরে কথা বলার ওপর নিষেধাজ্ঞা দিল সৌদি

রাজভোজহাইভ বলেন, নৌবহরের আকাশ সুরক্ষা ব্যবস্থা সচল ছিল এবং ইউক্রেইনের ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

‘‘ড্রোনটি নৌঘাঁটির প্রধান কার্যালয়ের ছাদে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বা উল্লেখ করার মত ক্ষয়ক্ষতি হয়নি।”

পরে শনিবার রাতে তিনি আরো বলেন, সেভাসতোপোলে বিমান বিধ্বংসী ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি দেননি।

এ ‍মাসের শুরুতে ক্রিমিয়ার পশ্চিম উপকূলের সাকিতে রাশিয়ার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে নয়টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়। ওই হামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন>> জার্মান চ্যান্সেলরের বিরুদ্ধে কর জালিয়াতির অভিযোগ

সেগুলোতে দেখা যায় হামলার পর কাছের একটি রিসোর্টের পর্যটকরা দৌড়ে পালাচ্ছেন।

এসব হামলার পেছনে ইউক্রেইনের জড়িত থাকার বা জড়িত না থাকার বিষয়ে এখন পর্যন্ত কিইভ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়া উদ্ধারের প্রতিজ্ঞা করেছেন।

মস্কো ওইসব হামলাকে নাশকতা বলছে। তারা বলছে, সেগুলো বিশেষ এক ধরনের সামরিক অভিযান। ইউক্রেইনের সেনাবাহিনী বা কিইভের প্রতি অনুগত কোনো বাহিনী এই গুপ্তহামলা চালাচ্ছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর