সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রান্নাঘরের মাটির নিচে ছিল ৮৪ কোটি টাকার স্বর্ণমুদ্রা!

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১২ ১২ ০২  

রান্নাঘরের-মাটির-নিচে-ছিল-৮৪-কোটি-টাকার-স্বর্ণমুদ্রা

রান্নাঘরের-মাটির-নিচে-ছিল-৮৪-কোটি-টাকার-স্বর্ণমুদ্রা

একটি বাড়ির রান্নাঘরের মাটি খুঁড়ে ২৬০টিরও বেশি প্রাচীন স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৮৪ কোটি টাকা। ইংল্যান্ডের পূর্ব ইয়র্কশায়ারের একটি বাড়ির রান্নাঘরের মেঝে থেকে স্বর্ণমুদ্রাগুলো মিলেছে।

সম্প্রতি নিলামে তোলা হয় সেই  স্বর্ণমুদ্রাগুলো।

বিশেষজ্ঞরা জানান, স্বর্ণমুদ্রাগুলো ১৬১০ থেকে ১৭২৭ সালের মধ্যে তৈরি। এগুলো ফার্নলে-মাইস্টার নামের এক পরিবারের সম্পত্তি। দীর্ঘদিন ধরেই ঐ পরিবার বাল্টিক অঞ্চলে ব্যবসা করছে। 

তারা আরো জানান, ১৬৯৪ সালে জোসেফ ফার্নলে ও সারা মাইস্টার নামের এক দম্পতির বিয়ে হয়। ১৭২৫ সালে মৃত্যু হয় জোসেফের। ১৭৪৫ সালে মারা যান সারা। তারাই কোনো এক সময়ে নিজেদের রান্নাঘরে ঐ স্বর্ণমুদ্রাগুলো লুকিয়ে রেখেছিলেন। তাদের মৃত্যুর কিছু দিন পর বংশ লোপ পায়।

নিলামকারী সংস্থার দাবি, মুদ্রাগুলোর দাম প্রত্যাশার থেকে তিন গুণেরও বেশি উঠেছে। মোহরগুলোর সঙ্গে ইংল্যান্ডের ইতিহাস জড়িয়ে রয়েছে বলেই এই দাম উঠেছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর