বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রানির মতো পোশাক পরে বিক্ষোভ, নারীর দুই বছরের জেল

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫ ০৩ ০১  

রানির-মতো-পোশাক-পরে-বিক্ষোভ-নারীর-দুই-বছরের-জেল

রানির-মতো-পোশাক-পরে-বিক্ষোভ-নারীর-দুই-বছরের-জেল

থাইল্যান্ডে রানি সুথিদার মতো পোশাক পরে বিক্ষোভে অংশ নেয়ায়  এক নারীকে দুই বছরের জেল দিয়েছে দেশটির আদালত। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার এ তথ্য জানায় বিবিসি।

দণ্ডপ্রাপ্ত নারী নাম জাতুপর্ণ সায়েউয়েং। তার বয়স ২৫ বছর। তবে তিনি রানিকে অবমাননার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কোনো কাজ তিনি করেননি।

২০২০ সালে ব্যাংককে রাজনৈতিক বিক্ষোভে গোলাপী পোশাক পরেছিলেন জাতুপর্ণ। ঐ ঘটনার মামলায় সোমবার তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।

বাবার মৃত্যুর পর ২০১৬ সালে থাইল্যান্ডের রাজা হন মাহা ভাজিরালংকর্ণ। পরে ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে তার অভিষেক হয়। সে বছরই রানি সুথিদাকে বিয়ে করেন তিনি।

রাজার চতুর্থ স্ত্রী সুথিদা একসময় বিমানবালা ও রাজার দেহরক্ষী ইউনিটের উপপ্রধান ছিলেন। ২০১৯ সালের বিয়ের আগে বহু বছর ধরে তাকে রাজার সঙ্গে প্রকাশ্যে দেখা গেছে।

রাজা মাহার সিংহাসনে বসার পর থেকে দেশটিতে রাজতন্ত্রকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বিক্ষোভের ঘটনা ঘটে প্রায়ই। এ অবস্থায় কঠোরভাবে আইন করে রাজা-রানিসহ রাজপরিবারের সদস্যদের সমালোচনা নিষিদ্ধ করা হয়েছে।

বিবিসির তথ্যানুযায়ী , ২০২০ সাল থেকে থাইল্যান্ডে রাষ্ট্রবিরোধী কাজের জন্য অন্তত ২১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ঐ সময় রাজাবিরোধী বিক্ষোভে রানির মতো এক ধরনের গোলাপি পোশাক পরে যান দণ্ডপ্রাপ্ত জাতুপর্ণ। ঐ বিক্ষোভে তাকে লাল কার্পেটে হাঁটতে দেখা যায়, সে সময় তার মাথায় ছাতা ধরে রেখেছিলেন দুজন।

বিক্ষোভকারী যে পোশাকে আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, প্রায় একই পোশাকে থাই রানিকে নানা অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়।

কারাদণ্ডের রায়ের আগে এএফপিকে জাতুপর্ণ বলেন, কাউকে বিদ্রুপ করতে আমি ঐ পোশাক পরিনি। থাইল্যান্ডের ঐতিহ্য অনুযায়ী নিজের জন্যই পোশাকটি পরি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর