বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রানির কফিনের কাছে যাওয়ায় এক ব্যক্তি গ্রেফতার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০২  

রানির-কফিনের-কাছে-যাওয়ায়-এক-ব্যক্তি-গ্রেফতার

রানির-কফিনের-কাছে-যাওয়ায়-এক-ব্যক্তি-গ্রেফতার

ব্রিটেনের লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনের কাছে যাওয়ার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পার্লামেন্টারি অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্রোটেকশন কমান্ডের কর্মকর্তারা। শুক্রবার রাতে পাবলিক অর্ডার আইনে ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, রাত ১০টায় মেটের পার্লামেন্টারি অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্রোটেকশন কমান্ডের কর্মকর্তারা ওয়েস্টমিনস্টার হলে গোলযোগের পর এক ব্যক্তিকে গ্রেফতার করেন।

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ সোমবার তার শেষকৃত্যের দিন পর্যন্ত ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে।

রানির রাষ্ট্রীয় শেষকৃত্যের বিস্তারিত বিবরণ এরইমধ্যে প্রকাশ করা হয়েছে। বিবরণে বলা হয়েছে- সোমবার সকালের দিকে রানির কফিন ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নিয়ে যাওয়া হবে। সোমবার রানির শেষকৃত্যের অনুষ্ঠান হবে। এরপর তার মরদেহ সমাহিত করা হবে।

এদিকে, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের পাঁচ শতাধিক গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরইমধ্যে শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। এরপর সেখান থেকে তার মরদেহ লন্ডনের বাকিংহাম প্রাসাদে আনা হয়।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর