বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন জাপানের সম্রাট

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ১১ ১১ ০২  

রানি-এলিজাবেথের-অন্ত্যেষ্টিক্রিয়ায়-যাচ্ছেন-জাপানের-সম্রাট

রানি-এলিজাবেথের-অন্ত্যেষ্টিক্রিয়ায়-যাচ্ছেন-জাপানের-সম্রাট

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ব্রিটেনে যাচ্ছেন জাপানের সম্রাট নারুহিতো। ২০১৯ সালে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার তিনি দেশের বাইরে সফর করছেন। 

জাপানের সংবাদমাধ্যমের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাহত জাপানের সম্রাট নারুহিতো। সম্রাট হওয়ার পর নারুহিতো প্রথমবার দেশের বাইরে কোনো দেশে যাচ্ছেন। আর সেটি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টক্রিয়ায় অংশ নিতে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, ২০১৯ সালের মে মাসে জাপানের সিংহাসনে নারুহিতো আরোহনের পর ২০২০ সালে বৃটেনে আসার আমন্ত্রণ জানান রানি দ্বিতীয় এলিজাবেথ। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে আমন্ত্রণে সাড়া দিয়ে বৃটেনের সফর বাতিল করতে বাধ্য হন নারুহিতো।

এদিকে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অন্থনি আলবানেস। ক্যানবেরার পার্লামেন্ট হাউসের নিরবতার মধ্য দিয়ে রাজনৈতিক ও কূটনীতিবিদরা রানির ভাস্কর্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর