রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজস্ব বিভাগের নতুন মুখ্য সচিব পাচ্ছে যুক্তরাজ্য

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০২  

রাজস্ব-বিভাগের-নতুন-মুখ্য-সচিব-পাচ্ছে-যুক্তরাজ্য

রাজস্ব-বিভাগের-নতুন-মুখ্য-সচিব-পাচ্ছে-যুক্তরাজ্য

যুক্তরাজ্যের রাজস্ব বিভাগে মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন এডওয়ার্ড জন কমপোর্ট আর্গার (ইডি আর্গার)। তিনি দেশটির অর্থনৈতিক সহকারী অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আর্গার মন্ত্রিপরিষদ অফিসের পে-মাস্টার জেনারেল থেকে তার পূর্বসূরি ক্রিস ফিলপের রাজস্ব বিভাগের মুখ্য সচিবের পদে আসছেন। আর ক্রিস ফিলপকে মন্ত্রিপরিষদ অফিসের পে-মাস্টার জেনারেল পদে নিয়োগ করা হচ্ছে।

এর আগে, যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্তেংয়ের পর দেশটির রাজস্ব বিভাগের মুখ্য সচিব ক্রিস ফিলপকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। হোয়াইটহল সূত্র জানায়, শেষ ঘণ্টায় ক্রিস ফিলপকে প্রধানমন্ত্রী লিজ ট্রাস ফোন করেন। তাকে মন্ত্রিপরিষদ অফিসে যেতে বলেন।

তারও আগে, দেশটির অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্তেংকে বরখাস্ত করেন লিজ ট্রাস। বিবিসি জানায়, লিজ ট্রাস সরকারের বিতর্কিত অর্থনৈতিক পরিকল্পনার (মিনি-বাজেট) কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতির টালমাটাল অবস্থা রয়েছে। তাই অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্তেং তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর