সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০১  

রাজধানী-কিয়েভসহ-ইউক্রেনজুড়ে-রাশিয়ার-ব্যাপক-মিসাইল-হামলা

রাজধানী-কিয়েভসহ-ইউক্রেনজুড়ে-রাশিয়ার-ব্যাপক-মিসাইল-হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

সোমবার (১০ অক্টোবর) এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের উপপ্রধান কিরিলো টাইমোশেঙ্কো।

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ স্থাপনকারী একমাত্র সেতুতে বিস্ফোরণের ঘটনায় মস্কোর পক্ষ থেকে কিয়েভকে দায়ী করার একদিনের মাথায় এই হামলার খবর এলো।

কিরিলো টাইমোশেঙ্কো বলেন, ‘ইউক্রেন ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার শিকার। দেশের অনেকগুলো শহরে হামলার তথ্য রয়েছে।’

কিয়েভের মেয়র জানিয়েছেন, শহরের ঐতিহাসিক শেভেশেনকো এলাকাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রুশ বাহিনী। এই এলাকাটিতে বহু ঐতিহাসিক স্থাপত্য রয়েছে। এছাড়া সেখানে বহু সরকারি দফতর রয়েছে।

কিয়েভ থেকে সংবাদমাধ্যম বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টার কিছুক্ষণ পর মধ্য কিয়েভে অন্তত দুইটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরো পড়ুন>> অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন তিনজন

বিস্ফোরণের প্রায় ৯০ মিনিট আগে এয়ার রেইড সাইরেন বেজে উঠে বলে জানান তিনি।

পল অ্যাডামস জানিয়েছেন, টানা কয়েক মাস বিরতির পর এই প্রথমবারের মতো কিয়েভে এই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণগুলোও অনেক বেশি জোরালো বলে প্রতীয়মান হচ্ছে।

কিয়েভের পাশাপাশি ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ, টারনোপিল ও জাইটোমির এবং মধ্য ইউক্রেনের ডিনিপ্রো ও ক্রেমেনচুকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক প্রধান বলেছেন- সোমবার ইউক্রেনজুড়ে হামলার সময় অন্তত ৭৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন সহকারীর মতে, রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং আরো ২৪ জন আহত হয়েছেন। শহরের মেয়র বলেছেন, সোমবারের হামলায় ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও’ আঘাত করা হয়েছে।

আরো পড়ুন>> লাকড়ির যুগে ফিরছে ইউরোপ

খারকিভের মেয়র বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো শহরের একটি জ্বালানি অবকাঠামোতে আঘাত করেছে। এর ফলে সেখানে বিদ্যুৎ এবং পানি বিভ্রাট সৃষ্টি হয়েছে।

এদিকে পশ্চিমাঞ্চলীয় টারনোপিল এবং লভিভেও ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে উভয় প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন। লভিভের মেয়র বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর শহরের কিছু অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এছাড়া সুমি, জাইটোমির, খমেলনিতস্কি এবং কিরোভোহরাদ অঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর