বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রংপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০২  

রংপুরে-সর্বোচ্চ-বৃষ্টিপাত

রংপুরে-সর্বোচ্চ-বৃষ্টিপাত

দেশে গত ১৫ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রংপুরে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত রংপুরে সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া দিনাজপুরে ৬৩, সৈয়দপুরে ৪৩, রাজারহাটে ৫৮, ডিমলায় ৩৭, তেঁতুলিয়ায় ২৫, চট্টগ্রামে ৩৫ এবং সিলেটে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ তিন দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। যার কারণে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আরো পড়ুন> ইইউ’র বাজারে বেড়েছে বাংলাদেশের পোশাক রফতানি

বৃষ্টিপাত বাড়ার ফলে ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকবে। এদিকে আজ সকালে রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর