শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রের গরুর জিহ্বায় জীবাণু, কঠিন সিদ্ধান্ত তাইওয়ানের

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ০০ ১২ ০১  

যুক্তরাষ্ট্রের-গরুর-জিহ্বায়-জীবাণু-কঠিন-সিদ্ধান্ত-তাইওয়ানের

যুক্তরাষ্ট্রের-গরুর-জিহ্বায়-জীবাণু-কঠিন-সিদ্ধান্ত-তাইওয়ানের

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গরুর জিহ্বায় জীবাণু শনাক্ত করেছে তাইওয়ান। এর ফলে দুই হাজার ২২৬ কেজি আমদানির জিহ্বার চুক্তি বাতিল করেছে দেশটি।

দ্যা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানায়, তারা সীমান্তে ফ্রোজেন গরুর মাংস আটকানো হয়েছে এবং ইন্দোনেশিয়া ও ভিয়েথনামের ইন্সট্যান্ট নুডলসে কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে। এছাড়া এগুলো যাতে ক্রেতাদের কাছে না পৌঁছায় সেটি নিশ্চিত করা হয়েছে। 

সম্প্রতি বেশ কয়েকটি পণ্যে সমস্যা চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে চিলির আপেলে, যুক্তরাষ্ট্রের চেরি ফলে, জাপানের রেডিশ ফল ও চীনের ব্রোকোলিতে সমস্যা রয়েছে। 

এফডিএ বলছে, এসব পণ্য সীমান্তের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে বা নষ্ট করা হয়েছে। 

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা অর্ধ বছরের প্রথমবার সারকোসাইটিস প্রজাতির জীবাণু বা পরজীবী পাওয়া যায়।  

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর