রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী বরখাস্ত

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০২  

যুক্তরাজ্যের-অর্থমন্ত্রী-বরখাস্ত

যুক্তরাজ্যের-অর্থমন্ত্রী-বরখাস্ত

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্তেংকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস। সম্প্রতি কোয়াসির মিনি-বাজেট প্রস্তাব থেকে ফেরার জল্পনার মধ্যেই নিজ অবস্থান ধরে রাখতে এ সিদ্ধান্ত নেন ট্রাস। 

বিবিসি, স্কাইনিউজ ও এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিবিসি জানায়, লিজ ট্রাস সরকারের বিতর্কিত অর্থনৈতিক পরিকল্পনার (মিনি-বাজেট) কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতির টালমাটাল অবস্থা রয়েছে। তাই অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্তেং তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হয়েছে।

এদিকে কোয়াসি কোয়ার্তেং নিজের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদত্যাগের সুযোগ বেছে নেয়ার চেয়ে প্রধানমন্ত্রী লিজ ট্রাস তাকে বরখাস্ত করেছেন।

কোয়াসি তার টুইটার হ্যান্ডেলে টুইট করে জানান, তাকে অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে।

কোয়ার্তেং যুক্তরাজ্যের ইতিহাসে দ্বিতীয় স্বল্প মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশটির সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন লেইন ম্যাকলিওড। তিনি দায়িত্ব গ্রহণের ৩০ দিনের মাথায় হার্টঅ্যাটাকে মারা যান। ২০১৯ সাল থেকে যুক্তরাজ্য চারজন অর্থমন্ত্রী পেয়েছে। এরমধ্যে নাদিম জাওয়াহিরি তৃতীয় স্বল্প মেয়াদে (৬৩ দিন) অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বরিস জনসনের মন্ত্রী সভায় রদবদলের সময় সাজিদ জাবেদ ২০৪ দিন চতুর্থ স্বল্প মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

বিবিসি জানাচ্ছে, কোয়াসির বরখাস্তের খবর প্রকাশের পর ডলারের বিপরীতে পাউন্ডের মান কমতে শুরু করেছে। ডলারের বিপরীতে পাউন্ডের মান ১.৩ শতাংশে দাঁড়িয়েছিল। কিন্তু কোয়াসের বরখাস্তের খবর প্রকাশের পর সেটি ১.২ শতাংশে নেমে গেছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর