বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেঘের ম্যাজিক, ‘ধোঁয়া’ হয়ে পাহাড়চূড়া দিয়ে উড়ে যাচ্ছে মেঘ (ভিডিও)

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ১৪ ০২ ০১  

মেঘের-ম্যাজিক-ধোঁয়া-হয়ে-পাহাড়চূড়া-দিয়ে-উড়ে-যাচ্ছে-মেঘ-ভিডিও

মেঘের-ম্যাজিক-ধোঁয়া-হয়ে-পাহাড়চূড়া-দিয়ে-উড়ে-যাচ্ছে-মেঘ-ভিডিও

মেঘের চাদরে ঢাকা পাহাড়ের দৃশ্য অনেকেই দেখেছেন। কিন্তু পাহাড় থেকে মেঘ উড়া সচরাচর দেখা যায় না। তেমনি একটি কাণ্ড ঘটেছে, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সম্প্রতি ব্রিটেনের রক অব জিব্রাল্টারে পাহাড় চিরে মেঘ উড়ার ভিডিওটি প্রকাশ্যে এসেছে।

ভিডিওটি শেয়ার করেছে জিব্রাল্টারের আবহাওয়া দফতর। জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিডিওটি তোলা হয়েছে।

২১ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক হাজার ৪০০ ফুট উচ্চতার রক অব জিব্রাল্টারের মাথা চিরে উড়ে যাচ্ছে মেঘ।

প্রথম দেখাতেই মনে হবে পাহাড়ের চূড়া থেকে ধোঁয়া উঠছে। মেঘের এ ম্যাজিক মন ছুঁয়ে যাবে। এ ধরনের মেঘকে ‘লেভান্তার’ বলে। এটিকে ‘ব্যানার ক্লাউড’ও বলা হয়।

ব্রিটিশ আবহাওয়া দফতর বলছে, ভূমির আকৃতির উপর ভিত্তি করেই এ ধরনের মেঘের সৃষ্টি হয়। এ মেঘের বেশ কয়েকটি স্তর থাকে। এক জায়গায় স্থির থাকে না। সবসময় পাহাড়চূড়ায় দেখা মেলে এ ধরনের মেঘের। যা হাওয়ার সঙ্গে ভাসতে ভাসতে এগিয়ে চলে। আর মেঘের গতিশীলতার জন্যই মনে হয় ধোঁয়া উড়ে যাচ্ছে হাওয়ার সঙ্গে। প্রকৃতির সেই অপূর্ব রূপ ধরা পড়লো রক অব জিব্রাল্টারে।

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর