সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুখঢাকা বোরকা পরলে ১ হাজার ডলার জরিমানা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ২২ ১০ ০২  

মুখঢাকা-বোরকা-পরলে-১-হাজার-ডলার-জরিমানা

মুখঢাকা-বোরকা-পরলে-১-হাজার-ডলার-জরিমানা

২০২১ সালে জননিরাপত্তা নিশ্চিতে প্রকাশ্যে ও জনসমাগমের স্থানে মুখঢাকা বোরকা নিষিদ্ধ হয়েছিল সুইজারল্যান্ডে। এবার সেই নিষেধাজ্ঞাকে আরো পোক্ত করতে আইন আকারে দেশটির পার্লামেন্টে উঠছে এ সংক্রান্ত খসড়া।

খসড়া আইন অনুযায়ী সরকারের নিষেধ অমান্য করে কেউ মুখঢাকা বোরকা পরলে তাকে সর্বোচ্চ ১ হাজার ডলার জরিমানা করা হবে।

বাড়ির বাইরে সড়কে চলাচলের সময় বা কর্মক্ষেত্র, রেস্তোরাঁ, সুপারমার্কেট বা যেকোনো জনসমাগমপূর্ণ স্থানে অবশ্যই মুখঢাকা বোরকা পরা থেকে নিজেকে বিরত রাখতে হবে। যদি কেউ মুখঢাকা বোরকা পরেন তাহলে তার কাছ থেকে সর্বোচ্চ ১ হাজার ডলার পর্যন্ত জরিমানা আদায় করা হবে। কেবল মুখঢাকা বোরকার ব্যাপারে এ জরিমানা করা হবে। 
কোনো মুসলিম নারী যদি তার মুখমণ্ডল না ঢেকে বোরকা-হিজাব বা এ জাতীয় কোনো পোশাক পরেন, সেক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে না। এমনকি করোনা ও অন্যান্য অসুস্থতাজনিত প্রয়োজনে যারা মাস্ক পরেন, তাদের ওপরও এ আইন কার্যকর হবে না। এমনকি আইনের খসড়ায়  ‘বোরকা’, ‘হিজাব’ ইত্যাদি শব্দও ব্যবহার করা হয়নি।

বুধবার পার্লামেন্টে এ আইনের খসড়া বা বিল জমা করেছে সুইজারল্যান্ডের প্রধান ডানপন্থী রাজনৈতিক দল এগেরকিঙ্গের কমিটি। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিলে সমর্থন জানালেই আইনে পরিণত হবে সেটি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর