শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তিযুদ্ধের দলিল সংরক্ষণ পবিত্র দায়িত্ব: স্পিকার

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ১৮ ০৬ ০২  

মুক্তিযুদ্ধের-দলিল-সংরক্ষণ-পবিত্র-দায়িত্ব-স্পিকার

মুক্তিযুদ্ধের-দলিল-সংরক্ষণ-পবিত্র-দায়িত্ব-স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সন্তান, তাদের আত্মত্যাগের কারণেই আমাদের সামনে এগিয়ে চলা। তাই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সব তথ্য, দলিল সংগ্রহ, সংরক্ষণ করা পবিত্র দায়িত্ব। 

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরে মুক্তিযুদ্ধভিত্তিক ‘জয় বাংলা ধ্বনি’ চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধকে গভীরভাবে অনুভব করা আমাদের একান্ত দায়িত্ব। মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা বিভিন্ন মাধ্যমে সৃষ্টিশীল উপায়ে তুলে ধরার জন্য সরকারি-বেসরকারি অনুদান বা স্পন্সরশীপের মাধ্যমে বিনিয়োগ করা হলে তা পুরোপুরিভাবেই নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণে ব্যয় হয়। সুতরাং এ ধরণের বিনিয়োগের ‘ইমপ্যাক্ট ও রিটার্ন’ অনেক উচ্চ। তাই সরকারি-বেসরকারি সব অনুদান বা স্পন্সরশীপকে তিনি স্বাগত জানান।

স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ‘জয় বাংলা’ স্লোগান। এই স্লোগানে ভর করেই টুঙ্গিপাড়ার খোকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীনতার নাগপাশ ছিন্ন করে স্বাধীনতা এনে দিয়েছিলেন। তাই ‘জয় বাংলা’ স্লোগানটির উৎপত্তি জানা প্রয়োজন। ‘জয় বাংলা ধ্বনি’ চলচ্চিত্রটি সব দেশপ্রেমিক বাঙালিকে সে সুযোগ দেবে বলে আশা করছি।

বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপির কাহিনী অবলম্বনে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগের নেতাকর্মীরা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিপিএ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। 

এ. ওয়ান টেলিমিডিয়ার স্বত্ত্বাধিকারী এবং ‘জয় বাংলা ধ্বনি’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক খ. ম. খুরশীদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর