মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিয়ানমার জান্তার বিমান হামলায় নিজেদের দুই সেনা নিহত

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০২  

মিয়ানমার-জান্তার-বিমান-হামলায়-নিজেদের-দুই-সেনা-নিহত

মিয়ানমার-জান্তার-বিমান-হামলায়-নিজেদের-দুই-সেনা-নিহত

মিয়ানমারের রাখাইনের একটি কারাগারে বিমান হামলা চালিয়েছিল দেশটির জান্তা সরকারের সেনারা। এতে সেই কারাগারে বন্দি থাকা দুই মিয়ানমার সেনা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো অনেক সেনা।

আরাকান আর্মির বরাতে দ্যা ইরাবতি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মিয়ানমারের রাখাউনের উত্তরাঞ্চলের একটি কারাগারে বিমান হামলা চালায় জান্তা সরকারের সেনারা। সেই কারাগারেই জান্তা সরকারের সেনাদের আটক করে রেখেছিল আরাকান আর্মি। কারাগারে জান্তা সরকারের বিমান থেকে হামলার পর দুই মিয়ানমারের সেনা নিহত এবং বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন।

গত ২৩ সেপ্টেম্বর তিন জান্তা জেট দিয়ে মাঙ্গডাউ জনপদের পর্বতের দুটি কারাগারে ৩০ মিনিটের বিমান হামলা চালানো হয়। কারণ সেখানে জান্তা সরকারের সেনা ও পুলিশকে আটক করে রাখার খবর পায় দেশটির কর্তৃপক্ষ। ঐ হামলায় দুই জান্তা সেনা মারা গেলেও অনেকে আহত হয়েছেন। অনেক চিকিৎসার পরও তাদের বাঁচার আশঙ্কা খুবই কম।

এদিকে, আরকান আর্মির পক্ষ থেকে তাদের আহত সেনাদের নেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে জান্তা সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

আহত জান্তা বাহিনীর সার্জেন্ট অং অং বলেন, আমরা কোথায় আছি সেটাও দেখছে না সেনারা। এটি দুঃখজনক।

১৫০ জন জান্তা সেনাকে আটক করেছে আরাকান আর্মি। এদের মধ্যে কিছু সেনাদের চলে যেতে অজ্ঞাত স্থানে ছেড়ে আসা হয়েছে। এদিকে, যারা জান্তা সরকারের অধীনে কাজ করতে চান না তাদের আরাকান আর্মিতে যোগদানের জন্য আহ্বান করা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর