শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাসের পর মাস বেতন না পেয়ে আত্মহত্যার চেষ্টা ৭ শ্রমিকের

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০১  

মাসের-পর-মাস-বেতন-না-পেয়ে-আত্মহত্যার-চেষ্টা-৭-শ্রমিকের

মাসের-পর-মাস-বেতন-না-পেয়ে-আত্মহত্যার-চেষ্টা-৭-শ্রমিকের

দীর্ঘ সাত মাস ধরে কোনো বেতন নেই, তাই হতাশাগ্রস্থ হয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের একটি বেসরকারি কোম্পানির সাত শ্রমিক। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ইন্দরে এ ঘটনাটি ঘটেছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পুলিশ জানায়, এই সাত শ্রমিক কারখানার মধ্যেই বিষপান করেন। এরপর তাদের উদ্ধার করে সরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত।

শ্রমিকরা অভিযোগ করেন, তারা নিয়মিত বেতন পান না। গত সাত মাস ধরে এই অবস্থা চলছে। এর মধ্যে আবার বেতন না দিয়েই কারখানার অন্য একটি শাখায় বদলি করা হয়েছে তাদের।

আরো পড়ুন>> গাছ কাটতে গিয়ে মৌচাকে কোপ, হামলে পড়ল হাজারো মৌমাছি!

ঘটনা প্রসঙ্গে অনিল নিগম নামে ওই কারখানার এক কর্মী বলেন, গত কয়েক মাস ধরে আমাদের বেতন দেওয়া হচ্ছে না। সে কারণেই আমাদের বন্ধুরা বিষ খেয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা অজয় সিংহ কুশওয়াহা বলেন, এই শ্রমিকরা যে কারখানায় কাজ করেন সেখানে মডিউলার রান্নাঘরের কাঁচামাল উৎপাদন করা হয়। সম্প্রতি মুম্বাইয়ের বনগঙ্গায় কারখানার অন্য একটি শাখায় বদলি করা হয় শ্রমিকদের। তবে গোটা বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর