সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাশা আমিনির মৃত্যুর আসল কারণ জানালো ইরান

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০২  

মাশা-আমিনির-মৃত্যুর-আসল-কারণ-জানালো-ইরান

মাশা-আমিনির-মৃত্যুর-আসল-কারণ-জানালো-ইরান

তেহরান থেকে নৈতিকতা পুলিশের হাতে আটকের পর মাশা আমিনির মৃত্যু নিয়ে করা তদন্ত প্রকাশ করেছে ইরান। দেশটির দাবি, আঘাত বা নির্যাতন নয়, অসুস্থতার জন্যই মাশা আমিনির মৃত্যু হয়েছে। কি সেই অসুস্থতা?

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে তিন সপ্তাহ ধরে ইরানে চলছে হিজাববিরোধী বিক্ষোভ। তবে তার মৃত্যু অসুস্থতার জন্য হয়েছে বলে তদন্তে উঠেছে। 

তিনদিন কোমায় থাকার পর গত ১৬ সেপ্টেম্বরে মারা যান মাশা আমিনি। তাকে ইসলামি আইন লঙ্ঘন করে পোশাক পরার অভিযোগ আটক করা হয়েছিল। তার মৃত্যুর পর ইরানে সবচেয়ে বড় বিক্ষোভের জন্ম নেয়। এ বিক্ষোভে শতশত বিক্ষোভকারীর মৃত্যুর দাবি করা হচ্ছে। আটক করা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীকে।

এদিকে, মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলা বিক্ষোভে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। এরইমধ্যে বিক্ষোভ থেকে বেশ কয়েকজন ইউরোপীয় নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া হিজাববিরোধী বিক্ষোভে পুলিশের ভূমিকার কারণে ইরানের ওপর আরো নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা।

ইরানের ফরেনসিক সংগঠন শুক্রবার জানায়, মাশা আমিনির মাথায় আঘাত, শরীরের অন্যান্য জায়গা আঘাত করা হয়নি। আসল তথ্য হচ্ছে- আমিনির আট বছরের সময় একটি ব্রেইন টিউমারের অস্ত্রোপচার হয়েছিল। তার কারণেই অসুস্থ হয়েই মাশা আমিনি মারা যান। 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর