মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মার্কিন নিষেধাজ্ঞায় পাল্টা পদক্ষেপের ঘোষণা ইরানের

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০১  

মার্কিন-নিষেধাজ্ঞায়-পাল্টা-পদক্ষেপের-ঘোষণা-ইরানের

মার্কিন-নিষেধাজ্ঞায়-পাল্টা-পদক্ষেপের-ঘোষণা-ইরানের

হিজাবকাণ্ড নিয়ে বিক্ষোভের মুখে নতুনভাবে মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান। এরইমধ্যে যুক্তরাষ্ট্রে বসেই নিজেদের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শন বন্ধ করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

বৃহস্পতিবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাইসি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ পথে পরিচালিত হচ্ছে। বহু বছর ধরে আইআইএ ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করছে এবং ক্যামেরাগুলো সচল রয়েছে।

তিনি আরো বলেন, ইরান হচ্ছে একমাত্র পক্ষ, যারা ২০১৫ সালে সইকৃত পরমাণু চুক্তিতে এখনো অনড়। ভবিষ্যতে যদি পরমাণু চুক্তি করতে হয় তাহলে তাতে নিরাপত্তা রক্ষাকবচের ব্যবস্থা করতে হবে, তা না হলে তা টেকসই হবে না।

প্রেসিডেন্ট রাইসি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এতে পরিষ্কারভাবে প্রমাণিত হয়, তারা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় পৌঁছাতে আন্তরিক নয়।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর