মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মস্কোতে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগে সম্মতি দিল রাশিয়া

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০২  

মস্কোতে-মার্কিন-রাষ্ট্রদূত-নিয়োগে-সম্মতি-দিল-রাশিয়া

মস্কোতে-মার্কিন-রাষ্ট্রদূত-নিয়োগে-সম্মতি-দিল-রাশিয়া

মস্কোতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে লাইনি ট্রেসিকে নিয়োগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক অনুমোদন দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার্জেই রিয়াবকভ সংবাদিকদের এ তথ্য জানান। 

সার্জেই রিয়াবকভ বলেন, আমরা লাইনি ট্রেসিকে মস্কোতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য সম্মতি দিয়েছি। অনেক দিন ধরে সম্মতির জন্য অনুরোধ করা হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে মস্কোতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেছিল। তাই আমরাও সেই নিয়োগের সম্মতি দিয়েছি।

তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আসছে। তবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ক্যালেন্ডার দেখছি না। আমরা কোনো সূচিও প্রত্যাশাও করি না। এখন বল তাদের কোর্টে। এখন তারাই সিদ্ধান্ত নেবে। 

এর আগে, মঙ্গলবার ফরেন সার্ভিস অফিসার লাইনি ট্রেসিকে রাশিয়ায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। লাইনি এখন আর্মেনিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন।

সূত্র-তাস।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর