সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভেঙে দেওয়া হলো মালয়েশিয়ার পার্লামেন্ট

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০২  

ভেঙে-দেওয়া-হলো-মালয়েশিয়ার-পার্লামেন্ট

ভেঙে-দেওয়া-হলো-মালয়েশিয়ার-পার্লামেন্ট

১৫তম সংসদ নির্বাচনকে সামনে রেখে ভেঙে দেওয়া হয়েছে মালয়েশিয়ার পার্লামেন্ট। দেশটির রাজা আল-সুলতান আব্দুল্লাহ রি’আয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের সম্মতিতে দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।

ফেডারেল সংবিধানের ৪০(২)(বি) অনুচ্ছেদ এবং ৫৫(২) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে সম্মত হন রাজা।

সোমবার (১০ অক্টোবর) স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ ভাষণে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী ইয়াকুব বলেন, রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহের সম্মতিতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। সাবাহ, সারাওয়াক, মেলাকা ও জহুর ছাড়া মালয়েশিয়ার অন্য রাজ্য সরকার তাদের নিজ নিজ রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যেন একযোগে ১৫তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিরপেক্ষ ভোট নিশ্চিত, খরচ বাঁচানো ও জনগণের যেন কোনো সমস্যা না হয়, এজন্য একই সময়ে সবস্থানে নির্বাচন পরিচালনা করা উচিত। মনোনয়ন ও ভোটের তারিখসহ এ সংক্রান্ত অন্য বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

আরো পড়ুন>> চালকের ভুলে স্কুলবাসে আটকা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা ও একটি দৃঢ়, স্থিতিশীল সরকার গঠন নিশ্চিত করার জন্য জনগণের সমর্থন পাওয়াই এখন সবচেয়ে বড় বিষয়। আমি মনে করি, জনগণ তাদের ভোট দিয়ে এমন সরকার বেছে নেবে, যারা বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মালয়েশিয়ান পরিবারের ঐক্য ও সম্প্রীতি রক্ষা করবে এবং আগামী ২০২৩ সালের বাজেট বাস্তবায়ন পুনরায় শুরু করার মধ্য দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে।

এদিকে, দেশটির শীর্ষ রাজনৈতিক নেতারা বলছেন, ২০২৩ সালের ১৬ জুলাই স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হওয়ার আগেই দেশটির পার্লামেন্ট ভেঙে ১৫তম সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত হলো।

জানা গেছে, আগামী দুই মাস অর্থাৎ ৬০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সূত্র: রয়টার্স

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর