সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে তুষার ধসে ১০ পর্বতারোহী নিহত

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ২২ ১০ ০২  

ভারতে-তুষার-ধসে-১০-পর্বতারোহী-নিহত

ভারতে-তুষার-ধসে-১০-পর্বতারোহী-নিহত

উত্তর ভারতের রাজ্য উত্তরাখন্ডে তুষার ধসে ১০ পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১৮ জন।  তবে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। 

মঙ্গলবার সকালে রাজ্যের উত্তরকাশী জেলায় হিমালয় পর্বতমালার ‘দ্রৌপদী কা ডান্ডা’ পর্বতের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, উত্তরকাশীর পবর্তারোহণ প্রশিক্ষণ কেন্দ্র নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের (নিম) শিক্ষার্থী ও প্রশিক্ষকরাই নিহত ও নিখোঁজদের মধ্যে রয়েছেন। 

নিমের কর্মকর্তা কর্নেল অমিত বিস্ত জানান, দলে ৩৪ জন ছিলেন। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ১৮ জনকে উদ্ধার করতে তৎপরতা চালানো হচ্ছে। ৩৪ জনের মধ্যে ছয়জনকে অক্ষত উদ্ধার করা হয়েছে। 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর