বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভবিষ্যতে মহামারি মোকাবিলায় সচেতনতা বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০২  

ভবিষ্যতে-মহামারি-মোকাবিলায়-সচেতনতা-বাড়াতে-হবে-স্বাস্থ্যমন্ত্রী

ভবিষ্যতে-মহামারি-মোকাবিলায়-সচেতনতা-বাড়াতে-হবে-স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভবিষ্যতে যেকোনো মহামারি মোকাবিলায় বিশ্ব প্রতিনিধিদের সচেতনতা বাড়াতে হবে। বিশ্বের শক্তিধর দেশগুলোকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য গবেষণায় সবাইকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে।

সোমবার ভুটানের পারো শহরে পাঁচ দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়ান রিজিওনাল অর্গানাইজেশনের (এসইএআরও) আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় করোনা মোকাবিলায় বাংলাদেশের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে সেসব বিষয় তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে কোভিড মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলপ্রসূ দিকনির্দেশনা ও সার্বিক পরামর্শের কথাও উল্লেখ করেন।

পাঁচ দিনের এ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। সম্মেলনে এসইএআরও-ভুক্ত ১০টি দেশের মধ্যে ৮টি দেশের স্বাস্থ্যমন্ত্রী অংশগ্রহণ করেছেন। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এসইএআরও-ভুক্ত দেশগুলো ভবিষ্যতে মহামারি মোকাবিলা, কোভিড পরিস্থিতি পর্যালোচনা, সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থাপনাসহ অসংক্রামক ব্যাধি মোকাবিলার কৌশল নির্ধারণসহ সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে একযোগে কাজ করার কৌশল নির্ধারণ করবে।

এতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিয়েছে। তারা হলেন- স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, উপ-সচিব খন্দকার জাকির হোসেন, উপ-সচিব মোহাম্মদ শাহাদত খন্দকার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মেখলা সরকার, স্বাস্থ্য অধিদফতরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আরাফাতুর রহমান।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর