শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেসরকারি অফিসের সময়সূচি নিয়ে যা জানা গেলো

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ১৮ ০৬ ০২  

বেসরকারি-অফিসের-সময়সূচি-নিয়ে-যা-জানা-গেলো

বেসরকারি-অফিসের-সময়সূচি-নিয়ে-যা-জানা-গেলো

সরকারি অফিস ও ব্যাংকের সময়সূচি নতুন করে নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে বেসরকারি অফিসের বিষয়ে এখনো কোনো আলোচনা বা নির্দেশনা দেওয়া হয়নি। 

বেসরকারি অফিসগুলো সরকারি অফিসের সঙ্গে সামঞ্জস্য রেখে চালু রাখার নজির রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 

আরো পড়ুন> ডিসি অফিসে পর্দা দেবেন না, দরজা-জানালা খোলা রাখবেন: হাইকোর্ট

কিন্তু বেসরকারি অফিস এবং গার্মেন্টস, শিল্পকারখানাগুলোর জন্য আলাদা করে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

সরকারি সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।

বেসরকারি অফিসের সময়সসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে কোনো নির্দেশনা নেই। এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি।

গার্মেন্টস-শিল্পকারখানার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে বাণিজ্য বা শ্রম মন্ত্রণালয়কে বলা হয়েছে, তারা দেখবেন আসতে পারেন কিনা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর