মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বুরকিনা ফাসোতে কলকাঠি নাড়ছে ফ্রান্স?

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১০ ১০ ০১  

বুরকিনা-ফাসোতে-কলকাঠি-নাড়ছে-ফ্রান্স

বুরকিনা-ফাসোতে-কলকাঠি-নাড়ছে-ফ্রান্স

সেনা অভ্যুত্থানে উৎখাতকৃত বুরকিনার ফাসোর সামরিক সরকারকে পুনরায় ক্ষমতায় বসাতে ফ্রান্স কলকাঠি নাড়ছে বলে অভিযোগ করছে অভ্যুত্থানকারী সেনারা।

বুরকিনা ফাসোতে অভ্যুত্থানে ক্ষমতা দখল করা সেনাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের সৈন্যদের ওপর ভিত্তি করেই উৎখাতকৃত সামরিক সরকার প্রধান পাল হেনরি ডেমইবা অভ্যুত্থানকারীদের ওপর পাল্টা আক্রমণের পরিকল্পনা করছেন। তবে ফ্রান্স দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছে। 

শনিবার বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাডুগুতে ব্যাপক গোলাগুলি হয়েছে। নয় মাস আগে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা ডেমইবাকে উৎখাত করা হয়।

বুরকিনা ফাসোর নতুন নেতা ইব্রাহিম থ্রাওরের স্বাক্ষর করা একটি বিবৃতি টেলিভিশনে প্রচার করেন অভ্যুত্থানকারী একজন সেনা। তিনি বলেন, ক্ষমতাচ্যুত সামরিক সরকারের প্রধান ডেমিইবা ক্যাম্ববইসিনের ফ্রান্সের ঘাঁটিতে আশ্রয় নিয়ে আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা নষ্ট করতে পাল্টা আক্রমণের পরিকল্পনা করছেন।

তবে ডেমইবার এ পরিকল্পনার কথা অস্বীকার করেছে এক সময় বুরকিনা ফাসোকে শাসন করা ফ্রান্সের দূতাবাস। 

সামরিক বিভাগ থেকে টেলিভিশনে বার্তা দেওয়ার পর ফ্রান্স দূতাবাস একটি বার্তা জানায়। সেখানে কয়েক ঘণ্টা আগে টেলিভিশনে বলা ডেমইবার পাল্টা আক্রমণে ফ্রান্স সেনাদের কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করা হয়।

দূতাবাস জানায়, ফ্রান্সের সেনাবাহিনীর কাছে বুরকিনা ফাসোর কর্তৃপক্ষকে তারা আশ্রয় বা নিরপত্তা দেয়নি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর