শনিবার   ১৮ মে ২০২৪ |  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১ |   ১০ জ্বিলকদ ১৪৪৫

বিশ্ববাজারে যত কমলো সোনার দাম

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০২  

বিশ্ববাজারে-যত-কমলো-সোনার-দাম

বিশ্ববাজারে-যত-কমলো-সোনার-দাম

যুদ্ধ ও মুদ্রাস্ফীতির জন্য বিশ্ববাজারে সোনার দাম উঠানামার মধ্যেই রয়েছে। তবে কিছুদিন আগে সোনার দাম কিছুটা বাড়লেও ফের কমেছে ধাতুটির দাম। আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রতি আউন্স সোনায় দাম কমেছে ৫০.৯৪ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় পাঁচ হাজার ২০৩ টাকা।

বিশ্ববাজারে সপ্তাহ শেষে বাংলাদেশি মুদ্রায় বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার বর্তমান দাম দাঁড়ায় এক লাখ ৬৭ হাজার ৮৭৩ টাকায়। আউন্সের বিপরীতে প্রতি গ্রামের দাম পড়ে পাঁচ হাজার ৯২১.৫৫ টাকা। অর্থ্যাৎ এক ভরি সোনার দাম পড়ে ৬৯ হাজার ৪৫ টাকা।

সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৬৯৪ দশমিক ৪০ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় এক লাখ ৭৩ হাজার ২৮০.৬৪। আউন্সের বিপরীতে প্রতি গ্রামের দাম পড়েছিল ৬ হাজার ১১২.২৯ টাকা। অর্থ্যাৎ প্রতি ভরি ছিল ৭১ হাজার ২৬৯.৪১ টাকা। সপ্তাহের শুরু থেকে শেষে ভরিতে সোনার দাম কমে দাঁড়ায় ২ হাজার ২২৪. ৪১ টাকা।

সংবাদমাধ্যমের খবর অনুায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কমে সোনার দাম। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম নেমে যায় ১ হাজার ৬১৬ ডলারে। তবে অক্টোবরের শুরুতে কিছুটা বাড়ে সোনার দাম। এতে আবার প্রায় ১৭০০ ডলারের কাছে চলে যায়প্রতি আউন্স সোনার দাম। তবে এ দাম বাড়ার প্রবণতা স্থায়ী হয়নি। গত সপ্তাহজুড়ে আবার কমতে থাকে সোনার দাম। 

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ১ হাজার ৬৪৩ দশমিক ৪৬ ডলার। যা সপ্তাহের শুরুতে ছিল ১ হাজার ৬৯৪ দশমিক ৪০ ডলার। অর্থাৎ গত সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৫০ দশমিক ৯৪ ডলার বা ৩ দশমিক শূন্য ১ শতাংশ।

বিশ্ববাজারে সোনার দাম টানা কমতে থাকায়দেশের বাজারে টানা তিন দফা কমানো হয়েছে সোনার দাম। অবশ্য তার আগে কয়েক দফা সোনার দাম বাড়ানো হয়। ফলে গত মাসেই দেশের বাজারে ইতিহাসের সব রেকর্ড ভেঙে প্রতি ভরি সোনার দাম সাড়ে ৮৪ হাজার টাকা ছাড়িয়ে যায়।

গত ১১ সেপ্টেম্বর দেশের বাজারে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় ওঠে সোনার দাম। সে সময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৫৬৪ টাকা করা হয়। এর আগে, দেশের বাজারে সোনার এত দাম আর কখনো দেখা যায়নি। অবশ্য এ রেকর্ড দাম স্পর্শ করার পর সম্প্রতি তিন দফা দেশের বাজার সোনার দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর মধ্যে সর্বশেষ ২৭ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৬ টাকা কমিয়ে ৮১ হাজার ২৯৮ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯১ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৬ হাজার ৪৮৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭০০ টাকা কমিয়ে ৫৫ হাজার ১৭১ টাকা করা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর