বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিমানের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট শিগগিরই: প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২ ১০ ১০ ০২  

বিমানের-ঢাকা-রোম-ঢাকা-ফ্লাইট-শিগগিরই-প্রতিমন্ত্রী

বিমানের-ঢাকা-রোম-ঢাকা-ফ্লাইট-শিগগিরই-প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী  বলেছেন, ইতালি প্রবাসী বাংলাদেশিদের নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে ঢাকা-রোম-ঢাকা রুটে শিগগিরই ফ্লাইট পরিচালনা শুরু করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার সচিবালয়ে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ইতালি প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে কাজ চলছে।

বৈঠক শেষে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, শরীয়তপুরের লক্ষাধিক মানুষ ইতালিতে বসবাস করেন। তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ইতালি প্রবাসী এসব ভাই-বোনদের যাতায়াতের সুবিধার্থে সরাসরি ফ্লাইট চালু করা প্রয়োজন। দ্রুত এ রুটে ফ্লাইট চালুর বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন বিমান প্রতিমন্ত্রী।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর