বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিমানবন্দরে আর ট্রলির সমস্যা হবে না: বিমান প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ১৩ ০১ ০১  

বিমানবন্দরে-আর-ট্রলির-সমস্যা-হবে-না-বিমান-প্রতিমন্ত্রী

বিমানবন্দরে-আর-ট্রলির-সমস্যা-হবে-না-বিমান-প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বিমানবন্দরের জন্য আরো ট্রলি আনা হচ্ছে। এর ফলে ট্রলি নিয়ে আর কোনো সমস্যা (সংকট) হবে না।

মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’এ অংশ নিয়ে তিনি একথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরে যেন কোনো যাত্রী হয়রানি না হন, সেদিক সবাইকে সতর্ক থাকতে বলেছি। অতিরিক্ত সতর্কতার কারণে আবার যেন কেউ হয়রানির শিকার না হয়, সেদিকেও নজর রাখতে বলেছি। সবাই যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে, সেটি মনিটরিং করা হচ্ছে।

সংলাপে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস, আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। 

এ সময় বিএসআরএফ-এর সহ-সভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক মো. শফিউল্লাহ সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বাহরাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর