বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাড়ি ফিরে কলিংবেল বাজাল হারানো বিড়াল

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২ ০৯ ০৯ ০১  

বাড়ি-ফিরে-কলিংবেল-বাজাল-হারানো-বিড়াল

বাড়ি-ফিরে-কলিংবেল-বাজাল-হারানো-বিড়াল

চারদিন ধরে পোষা বিড়ালটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। মালিক ধরেই নিয়েছিল, বিড়ালটি হয়তো আর ঘরে ফিরবে না। তবে চারদিন পর বিড়ালটি নিজে নিজে বাড়িতে ফিরেছে। এমনকি বাড়ির দরজায় এসে কলিংবেল বাজিয়েছে। 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এমন অবাক ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউপিআই জানায়, নিউইয়র্কের বাসিন্দা স্টেফানি হুইটলির পোষা বিড়াল লিলি। বয়স আট বছর পেরিয়েছে। সাধারণত সারাদিন নিজের মতো ঘুরে বেড়ায় বিড়ালটি। রাত হলে নিজে নিজে বাড়িতে ফিরে আসে। প্রায় দুই সপ্তাহ আগে পরিবারসহ লং আইল্যান্ডের একটি বাড়িতে ওঠেন স্টেফানি। এখানে এসেও লিলি আগের মতোই ঘোরাফেরা করত।

তবে হঠাৎই এক রাতে লিলি আর বাড়ি ফেরেনি। এরপর দিন পেরিয়ে রাত আসে, রাত পেরিয়ে দিন, কিন্তু লিলির দেখা পাওয়া যায়নি। স্টেফানি বুঝতে পারেন, লিলি বাড়ি ফেরার পথ ভুলে গেছে। হারিয়ে গেছে প্রিয় লিলি। আশপাশে খুঁজেও তিনি লিলির দেখা পাননি। পোষা বিড়াল হারিয়ে যাওয়ায় মন খারাপ স্টেফানি ও তার পরিবারের সদস্যদের।

এর চারদিন পর লিলি নিজে নিজেই বাড়ির দরজায় এসে হাজির হয়। কলবেল চেপে ফিরে আসার কথা জানান দেয়। হঠাৎ বেজে ওঠা কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলেই লিলিকে দেখতে পান স্টেফানি। 

আর এতে খুশিতে ভরে ওঠে তার মন। পুরো ঘটনাটি স্টেফানির বাড়ির দরজায় থাকা ভিডিও ক্যামেরায় রেকর্ডও হয়। স্টেফানি জানান, লিলি একটা স্মার্ট বিড়াল। লিলিকে ফেরত পাওয়ার সময়টা অসাধারণ একটা মুহূর্ত ছিল।
 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর