বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বালিশ-কম্বল-চাদর পাবেন ১০৮ ট্রেনের যাত্রীরা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০২  

বালিশ-কম্বল-চাদর-পাবেন-১০৮-ট্রেনের-যাত্রীরা

বালিশ-কম্বল-চাদর-পাবেন-১০৮-ট্রেনের-যাত্রীরা

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সতর্কমূলক ব্যবস্থা নিয়েছিল রেলওয়ে। এরমধ্যে অন্যতম ছিল ট্রেনের যাত্রীদের চাদর, বালিশ, কম্বল না দেওয়া। বর্তমানে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তাই আবারও চাদর, বালিশ ও কম্বল দেওয়া শুরু করেছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। একইসঙ্গে শীতাতপ নিয়ন্ত্রিত সব কোচে পর্দাও ফেরানো হচ্ছে।

ভারতের রেল মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জোনাল রেলওয়েতে যাত্রীদের চাদর, বালিশ ও কম্বল দেওয়ার সুবিধা ফিরিয়ে আনা হচ্ছে। এখন থেকে রেলের যাত্রীরা এ সুবিধা পাবেন। ৫৪ জোড়া ট্রেনের ৭৮ রেকে যাত্রীদের লিনেন দেওয়া হয়েছে।

আরো পড়ুন>> মাত্র দেড় লাখ লোকের ভোটে নির্বাচিত হবেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী

এদিকে, প্রায় দুই বছরের বেশি সময় পর এখন থেকে ট্রেন যাত্রাকালে যাত্রীদের বেড রোল সরবরাহ করা হবে। এ বিষয়ে প্রথম পদক্ষেপ নিয়েছে উত্তর-পূর্ব রেল। ট্রেনে লিনেন সরবরাহ করার জন্য রেল মন্ত্রণালয়ের নির্দেশ দেওয়ার পরে উত্তর-পূর্ব রেল দ্বারা পরিচালিত সব ট্রেনে লিনেন সরবরাহ এর মধ্যেই শুরু হয়েছে। ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে।

সূত্র: নিউজ ১৮

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর