বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ-ভুটান বাণিজ্য জোরদারে সচিব পর্যায়ের বৈঠক আজ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১১ ১১ ০১  

বাংলাদেশ-ভুটান-বাণিজ্য-জোরদারে-সচিব-পর্যায়ের-বৈঠক-আজ

বাংলাদেশ-ভুটান-বাণিজ্য-জোরদারে-সচিব-পর্যায়ের-বৈঠক-আজ

বাংলাদেশ ও ভুটানের মধ্যে প্রিপারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) কার্যকর এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সোমবার বলেন, ঢাকায় শুরু হতে যাওয়া ভুটানের সঙ্গে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের পক্ষ থেকে পিটিএ কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ মূলত এখানে গুরুত্ব পাবে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পিটিএয়ের মধ্যে ভুটান আরো কিছু পণ্য অন্তর্ভুক্তি করতে চায়। একই সঙ্গে তারা সোনারহাট স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু করার প্রস্তাব করেছে।

সচিব বলেন, পিটিএ কার্যকর করার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এরই মধ্যে দুই দেশের কাস্টমস কর্তৃপক্ষ গত ১ জুলাই পিটিএ কার্যকর করার জন্য এসআরও জারি করেছে। এটি আমাদের বড় অর্জন। এখন কেবল সেটি এগিয়ে নেয়াই আমাদের প্রধান কাজ।

এছাড়া দুই দেশের মধ্যে সহজে পণ্য চলাচলের জন্য ট্রানজিট চুক্তি ও প্রটোকলের খসড়া প্রস্তুত করা হয়েছে। এবারের সচিব পর্যায়ের বৈঠকে এ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২০ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভুটানের মধ্যে পিটিএ স্বাক্ষর হয়। বাংলাদেশ প্রথম এবং একমাত্র অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ করেছে ভুটানের সঙ্গে। এই চুক্তির আওতায় বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানে শুল্কমুক্ত সুবিধা পাবে আর ভূটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে। এবারের বৈঠকে ভুটান এই চুক্তির আওতায় আরও কিছু পণ্য অন্তর্ভুক্তির প্রস্তাব করেছে।

ভূটান থেকে বাংলাদেশে সবজি ও ফলমূল, খনিজ দ্রব্য, নির্মাণ সামগ্রী, বোল্ডার পাথর, চুনাপাথর, কয়লা, পাল্প, রাসায়নিক আমদানি করা হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে ভূটানে তৈরি পোশাক, আসবাব, খাদ্য সামগ্রী, ওষুধ, প্লাস্টিক, বৈদ্যুতিক পণ্য রফতানি হয়।

এবারের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং ভুটান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেদেশের ইকোনমিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের সচিব ডাসো কারমা শেরিং।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর