মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের বেঁচে উঠবে এই আশায় ১৫ ঘণ্টা পানিতে ফেলে রাখা হল মরদেহ!

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১০ ১০ ০১  

ফের-বেঁচে-উঠবে-এই-আশায়-১৫-ঘণ্টা-পানিতে-ফেলে-রাখা-হল-মরদেহ

ফের-বেঁচে-উঠবে-এই-আশায়-১৫-ঘণ্টা-পানিতে-ফেলে-রাখা-হল-মরদেহ

সাপের কামড়ে মৃত্যু হয়েছে সুজন থান্ডার (২৬) নামের এক যুবকের। তাকে বাঁচিয়ে তুলতে ওঝার কথায় ১৫ ঘণ্টা পানিতে ফেলে  রাখা হয় মরদেহ। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) ভারতের পশ্চিম বঙ্গের বীরভূমে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়েছিলেন সুজন। তখন তার পায়ে সাপে কামড় দেয়। কিছুক্ষণ পরেই তার মুখ থেকে ফেনা বার হতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। পথেই মৃত্যু হয় সুজনের। তারপর গ্রামের কিছু লোক মৃতের পরিবারকে জানান, ওঝা দেখালে হয়তো বেঁচে যেতে পারে সুজন। এরপর চন্দ্রমোহন দাস নামে এক ওঝাকে ডাকা হয়। সেই ওঝার কথায় পনিতে প্রায় ১৫ ঘণ্টা ফেলে রাখা হয় মরদেহ। সম্পূর্ণ শরীর পানিতে তলিয়ে মাথা বাইরে রাখা হয়।

খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ আসে। কিন্তু পুলিশকে ঢুকতে বাধা দেন গ্রামবাসীরা। সংবাদকর্মীরা গেলে তাদেরও বাধা দেওয়া হয়। পরে পুলিশ সুজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

আরো পড়ুন>> রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া নিয়ে ইউক্রেনের ৪ অঞ্চলে ‘গণভোট’ শুরু আজ

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। অভিযুক্ত ওঝাকেও খোঁজা হচ্ছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয় রাজ্যের বিজ্ঞানমঞ্চের সুপ্রিয় সাধু বলেন, এই ঘটনার নিন্দা করার মতো ভাষা নেই। এখনও মানুষ কতটা কুসংস্কারাচ্ছন্ন, এই ঘটনা তারই প্রমাণ।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রাজ্য পুলিশকে কড়া ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

সূত্র: আনন্দবাজার

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর