সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুলের সৌরভের মতো শিশুদের গৌরব বিশ্বে ছড়িয়ে যাবে: প্রতিমন্ত্রী ইন্দিরা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০২  

ফুলের-সৌরভের-মতো-শিশুদের-গৌরব-বিশ্বে-ছড়িয়ে-যাবে-প্রতিমন্ত্রী-ইন্দিরা

ফুলের-সৌরভের-মতো-শিশুদের-গৌরব-বিশ্বে-ছড়িয়ে-যাবে-প্রতিমন্ত্রী-ইন্দিরা

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ফুলের সৌরভের মতো বাংলাদেশের শিশুদের গৌরব বিশ্বে ছড়িয়ে যাবে। আমাদের শিশুরা বঙ্গবন্ধুর মতো উদার মানবিক চেতনা নিয়ে বড় হবে। শিশুরাই ভবিষ্যৎ এবং তারাই দেশ গড়ার নেতৃত্ব দেবে। 

মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদযাপনের উদ্দেশ্য শিশুর অধিকার প্রতিষ্ঠায় সচেতনার মাধ্যমে নিরাপদ পরিবেশে সৃষ্টি করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একদিকে শিশুর শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করছে। অন্যদিকে শিশুর সুরক্ষা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন আইন, নীতি, কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তাবায়িত করছে। সরকারের ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এসডিজি অন্তর্ভুক্ত করা হয়েছে। শিশুদের উন্নয়ন ও সুরক্ষার মাধ্যমে এসডিজি অর্জনে সরকার কাজ করে যাচ্ছে। 

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। 

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর