বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রকাশ্যে এলো মৃত্যুর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষ ছবি

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ১০ ১০ ০১  

প্রকাশ্যে-এলো-মৃত্যুর-আগে-রানি-দ্বিতীয়-এলিজাবেথের-শেষ-ছবি

প্রকাশ্যে-এলো-মৃত্যুর-আগে-রানি-দ্বিতীয়-এলিজাবেথের-শেষ-ছবি

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাহত পুরো বৃটেনসহ বিশ্বের কমনওয়েলথভুক্ত দেশগুলোর বাসিন্দারা। প্রিয় রানিতে হারিয়ে অনেকে শোকে মুহ্যমান। এরইমধ্যে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষ ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবি দেখে শোকের মাত্রা আরো বেড়ে গেছে।

জানা গেছে, মৃত্যুর আগে লিজ ট্রাসকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ দিয়েছিলেন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। সেদিন আলোকচিত্রী জেন বারলো তার একটি ছবি তুলেন। সেই ছবিকে বলা হচ্ছে ব্রিটেনকে ৭০ বছর শাসন করা রানির শেষ ছবি।

বালমোরাল প্রাসাদে শেষ ছবিটি তোলা হয়েছে। একটি ফায়ারপ্লেসের সামনে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা রানিকে হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যমগুলোর খবর, মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরালে গিয়ে রানির কাছে সরকার গঠনের অনুমতি চান লিজ ট্রাস। দ্বিতীয় এলিজাবেথ এ সময় তাকে আনুষ্ঠানিক নিয়োগ দেন এবং সরকার গঠনের আহ্বান জানান।

সাধারণত ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নিয়োগ দেওয়া হয় লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে। কিন্তু রানি অসুস্থ থাকায় লিজকে যেতে হয়েছিল স্কটল্যান্ডে।

অসুস্থতার পাশাপাশি গ্রীষ্মকালীন অবকাশ যাপন করতে রানি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। প্রাসাদটি রাজপরিবারের নয় বরং রানির ব্যক্তিগত সম্পদ।

বৃহস্পতিবার বালমোরাল প্রাসাদেই মারা যান রানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তার মৃত্যুর পর নিয়ম অনুযায়ী ব্রিটেনের রাজা হন তার ছেলে চার্লস তৃতীয়।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর