সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাখির ঝাঁকের ধাক্কায় বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০২  

পাখির-ঝাঁকের-ধাক্কায়-বিধ্বস্ত-ভারতের-যুদ্ধবিমান

পাখির-ঝাঁকের-ধাক্কায়-বিধ্বস্ত-ভারতের-যুদ্ধবিমান

ভারতের গোয়া রাজ্যে প্রশিক্ষণ চলাকালে অবতরণের সময় আগুন লেগে নৌবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার রাজ্যের ভেরনা গ্রামের কাছ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানের দুই পাইলট ক্যাপ্টেন এম শিওকান্দ এবং লেফটেন্যান্ট কমান্ডার দিপক জাদব বিমান থেকে নিরাপদে অবতরণ করেন। 

ভারতের নৌবাহিনী শুরুতে জানায়, প্রশিক্ষণ চলার সময় ইনস হানসা থেকে এসে ডাবোলিম বিমান ঘাঁটিতে অবতরণ করে একটি এমআইজি ২৯কে প্রশিক্ষণ যুদ্ধবিমান। তখন বিমানটির ইঞ্চিনে আগুন লাগে। তবে বিমানের দুই পাইলট ক্যাপ্টেন এম শিওকান্দ ও লেফটেন্যান্ট কমান্ডার দিপক জাদব নিরাপদে আছেন। পরবর্তীতে নৌবাহিনীর এক মুখপাত্র জানান, এক ঝাঁক পাখির কারণে বিমানটি বিধ্বস্ত হয়।

ঘটনার পর একটি বিবৃতিতে ভারতের নৌবাহিনী জানায়, দুই আসনের একটি এমআইজি ২৯কে বিমান নিয়মিত প্রশিক্ষণ শেষে গোয়ার ডাবোলিম বিমান ঘাঁটিতে অবতরণের সময় এক ঝাঁক পাখির কারণে আগুন লাগে।

নৌবাহিনী জানায়, বেশি ক্ষতির কারণে বিমানটি উদ্ধার করা সম্ভব হয়নি। বিমানটি জনবহুল এলাকা থেকে দূরে রয়েছে বলে পাইলট জানান এবং তারা নিরাপদে বিমান থেকে বের হতে সক্ষম হন। এ ঘটনায় নৌবাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছে। 

সূত্র- হিন্দুস্তান টাইমস।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর