বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১২৯০

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ১৪ ০২ ০১  

পাকিস্তানের-ভয়াবহ-বন্যায়-মৃত্যু-বেড়ে-১২৯০

পাকিস্তানের-ভয়াবহ-বন্যায়-মৃত্যু-বেড়ে-১২৯০

গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে বিধ্বংসী বন্যায় আরো ২৯ জন মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল এক হাজার ২৯০ জনে।- খবর জিও নিউজজের।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সরকার ও এনজিও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা বলছে, স্মরণকালের মানবিক বিপর্যয় ঘটছে।

শনিবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, গত ১৪ জুন থেকে এখন পর্যন্ত ভয়াবহ বন্যায় ১২৯০ জনের প্রাণহানি হয়েছে। 

পাকিস্তানের দক্ষিণের বেলুচিস্তান, খাইবার, পাখতুনখা ও সিন্ধ প্রদেশ বন্যায় প্লাবিত হয়েছে। অন্তত ১৮০ জন লোক সিন্ধু প্রদেশে মারা গেছেন। এছাড়া খাইবার পাখতুনখাওয়ে ১৩৮ এবং বেলুচিস্তানে ১২৫ জন মারা যান। 

বন্যায় এখন পর্যন্ত ১৪ লাখ ৬৮ হাজার ১৯টি  বাড়ি ধ্বংস হয়ে গেছে। বন্যার কারণে সাত লাখ ৩৬ হাজার ৪৫৯ গবাদিপশুর মৃত্যু হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানবিক সাহায্য আসছে। শনিবার সকালে ইসলামাবাদে ফ্রান্সের একটি ফ্লাইট অবতরণ করে।  তবে এ সহায়তা পর্যাপ্ত নয়।

পাকিস্তানের সবচেয়ে বড় দাতব্য সংস্থা বলছে, এখন মিলিয়ন মিলিয়ন মানুষের  কাছে এখনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি। 

আন্তর্জাতিক সংগঠনগুলোর জরিপ অনুযায়ী বন্যার কারণে পাকিস্তানে এখন পর্যন্ত ১০ বিলিয়ন ডলারের সমমূলের ক্ষতি হয়েছে।

দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের মন্ত্রী শাহজিয়া মারি বলেন, বন্যার্ত সাত লাখ ২৩ হাজার ৯১৯ পরিবারকে ২৫ হাজার করে নগত অর্থ দেওয়া হয়েছে। এরই মধ্যে ১৮.২৫ বিলিয়ন পাকিস্তানি রুপি দেওয়া হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর