বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে বন্যার্তদের ত্রাণ দিলেন মুফতি মেন্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০১  

পাকিস্তানে-বন্যার্তদের-ত্রাণ-দিলেন-মুফতি-মেন্ক

পাকিস্তানে-বন্যার্তদের-ত্রাণ-দিলেন-মুফতি-মেন্ক

পাকিস্তানে বন্যায় মৃত্যু হয়েছে শতশত মানুষের। ধ্বংস হয়েছে দেশের যোগাযোগ থেকে শুরু করে বাসস্থানের অবকাঠামো। বিপর্যস্ত পাকিস্তানে এবার সহায়তা নিয়ে এলেন জিম্বাবুয়ের ইসলামিক বক্তা ইসমাইল ইবনে মোসা মেন্ক।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সিদ্ধু প্রদেশের বিভিন্ন অংশ পরিদর্শন করেছেন মুফতি মেন্ক। তিনি বন্যার পরিস্থিতিকে অকল্পনীয় বলে বর্ণনা করে সবাইকে এ দুর্যোগ থেকে বেরিয়ে আসতে সহায়তার আহ্বান জানান।

পাকিস্তানের বন্যার্তদের পুনর্বাসনের বিষয়ে মেন্ক বলেন, আপনারা বিশস্ত দাতব্য সংস্থা ও অংশীদারদের মাধ্যমে সহায়তা করুন। আমরাও কয়েক বছর তাদের সহায়তা করে যাব।

মুফতি মেন্ক বলেন, আমার পাকিস্তান সফরের লক্ষ্য একটাই। কিছু ত্রাণ সাহায্য ও বিধ্বস্ত বন্যায় আক্রান্ত বন্যার্তদের দুর্দশা থেকে বেরিয়ে আসার জন্য সচেতনতা করতে এসেছি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর