শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ৮২০ জনের মৃত্যু

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২ ১৩ ০১ ০২  

পাকিস্তানে-বন্যা-ও-ভূমিধসে-৮২০-জনের-মৃত্যু

পাকিস্তানে-বন্যা-ও-ভূমিধসে-৮২০-জনের-মৃত্যু

পাকিস্তানে মৌসুমী ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৮২০ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে জানানো হয়, প্রাণহানী ছাড়াও দেশটির তিন লাখ ২০ হাজারের মতো ঘরবাড়ি-স্থাপনা বিধ্বস্ত হয়েছে। পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দেশের ১২৯টি সংযোগ সেতু।

আরো পড়ুন>> শেষকৃত্যানুষ্ঠানে বজ্রপাত, প্রাণ গেলে ৬ নারীর

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হিসাবে, গেলো ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি-বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন ৩৫ জন এবং আহত ১৪৫ পাকিস্তানি। চলমান প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বিপর্যস্ত সিন্ধু প্রদেশ। এরপরই রয়েছে খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব ও আযাদ কাশ্মির। প্রদেশগুলোয় ক্ষয়ক্ষতির শিকার এক লাখ ১৭ হাজারের মতো ঘরবাড়ি-স্থাপনা। সেনাবাহিনীর সহায়তায় চলছে ত্রাণ বণ্টন ও উদ্ধার তৎপরতা।

সূত্র: জিনহুয়া

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর