বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কে ছড়াচ্ছে পোলিও ভাইরাস, জরুরি অবস্থা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০২  

নিউইয়র্কে-ছড়াচ্ছে-পোলিও-ভাইরাস-জরুরি-অবস্থা

নিউইয়র্কে-ছড়াচ্ছে-পোলিও-ভাইরাস-জরুরি-অবস্থা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে পোলিও ভাইরাস ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউইয়র্ক শহর ও আশপাশের চারটি এলাকার পয়োঃবর্জ্য পানিতে পোলিওর উপস্থিতি পাওয়ায় গভর্নর ক্যাথি হচুল এই জরুরি অবস্থা জারি করেছেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানান, নিউইয়র্ক সিটির পাশাপাশি চারটি আশপাশের এলাকার কাউন্টিতে বর্জ্য পানির নমুনায় পোলিও ভাইরাস পজেটিভ এসেছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রশাসন এটি মোকাবিলায় সতর্ক।

এখন পর্যন্ত একজন পোলিও ভাইরাসে শনাক্ত হয়েছেন। গত এক দশকের মধ্যে এটিই প্রথম কোনো শনাক্ত। পোলিও নির্মূলে ১৯৫৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচি শুরু হলে রোগটি আর শনাক্ত হয়নি। ফলে ১৯৭৯ নিজেদের পোলিও মুক্ত ঘোষণা করে মার্কিন সরকার।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ জানায়, নমুনা পরীক্ষায় পোলিও ভাইরাসের যে ধরন পাওয়া গেছে তার কারণে আক্রান্ত ব্যক্তি প্যারালাইসিস হয়ে যেতে পারেন।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের কিছু অংশে পোলিও ভাইরাস মোকাবিলায় টিকাদান কর্মসূচির হার একদমই কম। এ অবস্থায় শুক্রবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

চিকিৎসকরা বলছেন, পোলিওর কোনো প্রতিষেধক নেই। তবে ভ্যাকসিনের মাধ্যমে একে নির্মূল করা যায়। এই রোগে কেউ আক্রান্ত হলে মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। এমনকি রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।

নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ জানায়, রাজ্যে পোলিও টিকাদানের হার ৭৯ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশে নিয়ে যাওয়াটাই এখন মূল লক্ষ্য।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর