রোববার   ১৯ মে ২০২৪ |  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১ |   ১১ জ্বিলকদ ১৪৪৫

নানা পদে সিপিজিসিবিএলে চাকরি, বেতন ছাড়াও রয়েছে নানা সুবিধা

প্রকাশিত: ৫ জুলাই ২০২২ ২৩ ১১ ০১  

নানা-পদে-সিপিজিসিবিএলে-চাকরি-বেতন-ছাড়াও-রয়েছে-নানা-সুবিধা

নানা-পদে-সিপিজিসিবিএলে-চাকরি-বেতন-ছাড়াও-রয়েছে-নানা-সুবিধা

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ‘কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)’। প্রতিষ্ঠানটি কয়েকটি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী প্রকৌশলী। 
পদসংখ্যা: তড়িৎ ১০, যান্ত্রিক ৬, পুরকৌশল ৪। 
যোগ্যতা: বিএসসি ইন ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ সিভিল। 
বেতন: ৫২ হাজার টাকা।

পদের নাম: কেমিস্ট। 
পদসংখ্যা: ৩। 
যোগ্যতা: রসায়ন/ ফলিত রসায়নে চার বছরের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি বা কেমিকৌশলে বিএসসি ডিগ্রি। 
বেতন: ৫২ হজার টাকা।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী। 
পদসংখ্যা: তড়িৎ ৬, যান্ত্রিক ৪। 
যোগ্যতা: ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল ডিগ্রি।
বেতন: ৪০ হাজার টাকা।

ভাতা ও অন্যান্য সুবিধা: সিপিজিসিবিএল এর পে-স্কেল-২০১৬ অনুযায়ী, বাড়ি ভাড়া, প্রতিবছর দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্যৎ তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স, অর্জিত ছুটি নগদায়ন, গ্রাচ্যুইটি ও চিকিৎসা ভাতা রয়েছে।

যেভাবে আবেদন:
অনলাইনে এই ওয়েবসাইটের (http://cpgcbl.teletalk.com.bd/home.php) মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

আবেদন ফি: আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি এক হাজার টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২২।

Provaati
    দৈনিক প্রভাতী