শনিবার   ০৪ মে ২০২৪ |  বৈশাখ ২০ ১৪৩১ |   ২৫ শাওয়াল ১৪৪৫

‘ভয়ঙ্কর’ দক্ষিণ আফ্রিকা আজ টাইগারদের প্রতিপক্ষ

স্পোর্টস  ডেস্ক :: 

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩ ১১ ১১ ০৭  

বাংলাদেশ ক্রিকেট টিম

বাংলাদেশ ক্রিকেট টিম

আজ  টাইগারদের বিপক্ষে নামবে আফ্রিকা দক্ষিণ । বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুরুটা ভালো করেছিলো বাংলাদেশ। এরপরই খেই হারিয়েছে টাইগাররা। টানা তিন ম্যাচে হেরেছে সাকিব আল হাসানের দল। তাই আজ পরাজয়ের বৃত্ত থেকে বের হয়ে প্রোটিয়াদের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে। অন্যদিকে, চার ম্যাচে তিন জয় নিয়ে টেবিলের তিনে থাকা প্রোটিয়ারা চাইবে বাংলাদেশকে হারিয়ে আরও একধাপ এগিয়ে যেতে। সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই সাকিব-লিটনদের সামনে। 

ম্যাচকে সামনে রেখে রোববার (২৩ অক্টোবর) মুম্বাইয়ে প্রথম দিনের অনুশীলন সেরেছে সাকিব-মুশফিকরা। ইনজুরির কারণে এই ম্যাচেও খেলা অনিশ্চিত টাইগার পেসার তাসকিন আহমেদের। তবে খুশির সংবাদ হলো, ইনজুরিতে ভারত ম্যাচ মিস করা টাইগার অধিনায়ক সাকিব এই ম্যাচে ফিরতে পারেন। তিনি ইনজুরি থেকে সেরে উঠেছেন। প্রোটিয়াদের বিপক্ষে খেলার বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে সাকিব বলেন, যখন অনুশীলন করেছি নেতিবাচক কিছু অনুভব করিনি। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ফিট ইনশাআল্লাহ।

চলতি মৌসুমে ‘ভয়ঙ্কর’ ফর্মে আছেন প্রোটিয়া ব্যাটাররা। টাইগার বোলারদের ভয়ের কারণ হতে পারেন, ডি কক, মার্করাম, ডুসেন, ক্লাসেনরা। চলতি আসরে এই চার ব্যাটার সেঞ্চুরির দেখা পেয়েছেন। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ডি কক ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিয়েছেন। আর বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড চলতি আসরে নিজের নামে লিখিয়েছেন মার্করাম। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে চার ম্যাচের তিনটিতেই ৩০০’র অধিক স্কোর তুলেছে প্রোটিয়ারা। শ্রীলঙ্কার বিপক্ষে তো বিশ্বকাপ ইতিহাসের দলীয় সর্বোচ্চ স্কোর ৪২৮ রান তুলেছে টেম্বা বাভুমার দল। নিজেদের চতুর্থ ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তুলেছিলো ৩৯৯ রান। রুট-বাটলারদের ব্যাটিংকে ধসিয়ে দিয়ে জয় তুলে নিয়েছে ২২৯ রানের বিশাল ব্যবধানে।

Provaati
    দৈনিক প্রভাতী