মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নর্ড স্টিম ১ পাইপলাইনে দুই ছিদ্র, সুইডেনের সতর্কতা জারি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৫ ০৩ ০২  

নর্ড-স্টিম-১-পাইপলাইনে-দুই-ছিদ্র-সুইডেনের-সতর্কতা-জারি

নর্ড-স্টিম-১-পাইপলাইনে-দুই-ছিদ্র-সুইডেনের-সতর্কতা-জারি

রাশিয়ার মালিকানাধীন নর্ড স্টিম-১ পাইপলাইনে সুইডিশ ও ডেনিশ পানিসীমায় দুটি ছিদ্র শনাক্ত করা হয়েছে। এতে দুর্ঘটনা রোধে সেই এলাকায় জাহাজ না চালাতে মঙ্গলবার সতর্কতা জারি করেছে সুইডেনের সামুদ্রিক কর্তৃপক্ষ।

সুইডিশ সামুদ্রিক প্রশাসনের মুখপাত্র জানান, নর্ড স্টিম ২ পাইপলাইন প্রকল্পে ছিদ্র শনাক্ত করার পরই নর্ড স্টিম- ১ পাইপলাইনে দুটি ছিদ্র পাওয়া যায়। দুটি ছিদ্রের একটি সুইডিশ অর্থনৈতিক অঞ্চল ও অন্যটি ডেনিশ অর্থনৈতিক অঞ্চল পড়েছে।

মুত্রপাত্র বলেন, দুটি ছিদ্রই ডেনিশ সমুদ্র বর্নহোমের উত্তরপূর্বাঞ্চলের অবস্থিত। তবে ছিদ্রের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। 

তিনি আরো বলেন,  ছিদ্র হওয়া এলাকায় কোনো জাহাজ না আসার ব্যাপারে আমরা বাড়তি নজরদারি রাখছি।

 ব্যাল্টিক সাগরে নার্ড স্টিম ২ এর পাইপলাইনে নিষ্কাশনের কারণে সৃষ্ট একটি ছিদ্রের কারণে গতকাল সোমবার  বর্নহোমের দক্ষিণ-পূর্বের পাঁচ নটিক্যাল মাইল ব্যসার্ধে জাহাজ চলাচল না করতে বলেছে ডেনিশ কর্তৃপক্ষ।

একই দিনের শেষের দিকে, নর্ড স্টিম-১ পাইপলাইনের সমস্যাগুলো সমস্যা চিহ্নিত করেন লাইনটির অপারেটররা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর