মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধন্যবাদ দিতে মৃত আইনপ্রণেতা খুঁজছিলেন বাইডেন!

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০২  

ধন্যবাদ-দিতে-মৃত-আইনপ্রণেতা-খুঁজছিলেন-বাইডেন

ধন্যবাদ-দিতে-মৃত-আইনপ্রণেতা-খুঁজছিলেন-বাইডেন

একটি খাদ্য নিরাপত্তা অনুষ্ঠানে অংশ নিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া রিপাবলিকান আইনপ্রণেতা জ্যাকি আলোরস্কিকে নাম ধরে খুঁজছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার অনুষ্ঠানটিতে তিনি এ কাণ্ড ঘটান।

গত ৩ আগস্ট  জ্যাকি আলোরস্কি নামের এ নারী আইনপ্রণেতা গাড়ি দুর্ঘটনায় মারা যান। বাইডেন খাদ্য নিরাপত্তার অনুষ্ঠান আয়োজনে বড় অবদান রেখেছিলেন জ্যাকি। কিন্তু অনুষ্ঠানটি হওয়ার আগেই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। জ্যাকি যখন গাড়ি দুর্ঘটনায় নিহত হন তখন প্রেসিডেন্ট বাইডেন তার মৃত্যুকে দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিলেন।

এটি আয়োজনে সহায়তা করায় জ্যাকিকে ধন্যবাদ দেওয়ার জন্য খুঁজতে থাকেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, জ্যাকি তুমি কি এখানে আছো? জ্যাকি কোথায়? আমি মনে করেছিলাম সে এখানে আছে।

বাইডেন এমনভাবে বলছিলেন যেন জ্যাকি বেঁচে আছে এবং এ অনুষ্ঠানে যোগ দিয়েছে। এদিকে, মৃত আইনপ্রণেতাকে খোঁজার ব্যাপারে হোয়াইট হাউজের বক্তব্য চাইলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর