শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দোনবাসে ভয়াবহ হামলার পরিকল্পনা ইউক্রেনের

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ০২ ০২ ০১  

দোনবাসে-ভয়াবহ-হামলার-পরিকল্পনা-ইউক্রেনের

দোনবাসে-ভয়াবহ-হামলার-পরিকল্পনা-ইউক্রেনের

রাশিয়ার দখলকৃত ইউক্রেনের দোনবাস অঞ্চলে ভয়াবহ হামলা চালানোর পরিকল্পনা করেছে কিয়েভ। আত্মসমর্পণ করা এক ইউক্রেনীয় সেনার বরাতে এ খবর জানায় রাশিয়ার বার্তা সংস্থা তাস।

সোমবার রাশিয়া ২৪ টিভি চ্যানেলে দোনেস্ক পিপলস রিপাবলিকের সহকারী প্রধান এডওয়ার্ড বাসুরিন বলেন, ইউক্রেনের সেনা দ্বারা দোনবাসে বিশাল আকারের হামলার পরিকল্পনা করেছে কিয়েভ।

আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সেনার বরাতে বাসুরিন বলেন, ইউক্রেনের সেনাদের বড় আকারে হামলা চালানোর জন্য প্রস্তুতি নেয়ার কথা জানানো হয়েছে। তবে রাশিয়া সময়মতো বিশেষ অভিযান চালানোয় আমরা এগোতে পেরেছি।

তিনি আরো বলেন, আমরা যদি এটা না করতাম তাহলে অনেক বেসামরিক মানুষের প্রাণ চলে যেত।

এক টেলিভিশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ২৪ ফেব্রুয়ারি সকালে দোনবাস রিপাবলিকের প্রধানের আহ্বানে সাড়া দিয়ে সেখানকার মানুষকে রক্ষা করতে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় রাশিয়া। দোনবাসের লোকেরা আট বছর ধরে কিয়েভের নির্যাতনে ভুগছিলেন। কিয়েভ দোনবাস এলাকায় নির্যাতন ও গণহত্যা চালিয়েছে। পুতিন বলেন, ইউক্রেনের কোনো এলাকা দখল করা রাশিয়ার লক্ষ্য নয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের শহরকে লক্ষ্য করে কোনো হামলা করছে না। তবে খুব সীমিত আকারে ইউক্রেনের সেনাবাহিনীর অবকাঠামো দুর্বল করতে সার্জিক্যাল স্ট্রাইক করা হচ্ছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর